| ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম:

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

 

বক্তাগণ বলেন, বারবার আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় মহারশী নদীর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে একমাত্র টেকসই সমাধান।

 

মানবনন্ধন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল এর নিকট স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারিগণ।

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

 

 

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

 

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

 

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

 

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

 

 

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

 

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,

 

 

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

 

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

” হাত ধোয়ার নায়ক হোন ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী দেখানো হয়।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়া এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী গন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ব্রিজ স্কুল কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা 

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পে শরণখোলা ব্রিজ স্কুলে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক এবং লিনা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার ও সাবিনা আক্তার শিক্ষিকা শরণখোলা ব্রীজ স্কুল সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি জাকারিয়া হোসাইন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সম্মুখে দিক নির্দেশনামূলক আলোচনা করে সভা শেষ করেন।

×