প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ১১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মিনহাজ উদ্দিন শপথের কবিতা

দৈনিক জামানা ডেস্ক

আমরা দু’জন

 

মুহূর্তে তোমার সম্মুখে এসে দাঁড়ালে রোদ  হয়ে যাই

ভুলে যাই ভাব- গাম্ভীর্যের অধিক মগ্নতা

ঝিনাই নদীর মতো শুকনো চোখে তাকিয়ে থাকি অটল

বুকের মাদুরে মাধুর্য বিছিয়ে শরৎদুপুর  নিয়ে তাকিয়ে থাকি স্থির

মিলন এক থরথর কাঁপানো চাঁদসুখ

আকাশে ওপারে ভাসাই স্বপ্ন জাহাজ

পাথর কুচি পাতার মতো দেখ একদিন জেগে উঠব মাটির সন্তান

রঙবাহারে ফ্রেমে  বাঁধাই  থাকব  – আমরা দুইজন

 

উপসংহারে বৃষ্টিকে ঝরাতে চাই না আর

 

বৃষ্টি পাঠ করি

চোখের ভেতর নস্টালজিয়ার মেঘ

আরেক বৃষ্টি নেমে আসে

ভাঁজ করা সাদা পৃষ্ঠাগুলো ভিজে যায়

বাতাসে নোনা গান ভাসে

জীবন, বীণ বাজায় আলোহীন

কত শত বৃষ্টি গান লিখি

দুর্বোধ্য সময় আটকে রাখে কপাট

চারপাশে কেবল অচেনা মুখ

সোহাগে ভান করে মুচকি হাসে

মিথ্যে আশ্বাসে শপথ পাঠ

ভীষণ লজ্জা নীল মুখ লুকাই

উপসংহারে বৃষ্টিকে ঝরাতে চাই না আর

প্রিন্ট করুন