প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ১২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কবি জাহাঙ্গীর আলম এর কবিতা – হাশরের ঐ কঠিন দিন

দৈনিক জামানা ডেস্ক

 

কোনদিন জানি মারা যাব

কেউতো আমরা জানিনা,

কবর দেশের কথা কেন

জীবন থাকতে ভাবিনা।

 

দালান কোঠা ছেড়ে দিয়ে

মাটিই হবে বিছানা,

সাদা মার্কিন কাপড় পড়ে

কবর হবে ঠিকানা।

 

পরোপকার করবে সদাই

মন্দ পথে যেয়ো না,

লোভে পড়ে পরের কথায়

হারাম জিনিস খেয়ো না।

 

এই দুনিয়া নয়তো থাকার

তবু কেন বুঝি না,

শয়তানেরই ধোঁকায় পড়ে

আসল কর্ম খুঁজি না।

 

ছেলেমেয়ে  স্ত্রী স্বজন

কোনো কাজে আসবে না,

হাশরের ঐ কঠিন দিনে

কেউ তো পাশে থাকবে না।

প্রিন্ট করুন