প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৬:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ফুলবাড়ীয়ায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

হাসান ফখরুল, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

“আপনার চোখকে ভালবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং-এর যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও. ফজলুল শামীম, মেডিকেল অফিসার ডা. শোয়েব মিয়া, ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম,সিনিয়র স্টাফ নার্স উম্মে হাবিবা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহফুজুর রহমান প্রমুখ।

 

ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, চোখ আমাদের অমূল্য সম্পদ। নিয়মিত দৃষ্টি পরীক্ষা ও সঠিক চশমা ব্যবহার করলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ বিষয়ে সচেতনতা বাড়ানোই বিশ্ব দৃষ্টি দিবসের মূল লক্ষ্য।

প্রিন্ট করুন