
শিয়াল পেল সাজা
কবির কাঞ্চন
মুরগি চুরির অপরাধে
শিয়াল পেল সাজা
ঘণ্টা বেঁধে ঘুরতে হবে
বলল সিংহ রাজা।
এই খবরে বনের ভেতর
চলছে কানাঘুষা
সুযোগ পেয়ে যে সে তারে
দিচ্ছে জোরে ঠুসা।
কুক্কুরুক্কু ডেকে ওঠে
মুরগি করে শোকর
বাগে পেয়ে শিয়ালকে সে
জোরসে মারে ঠোকর।
দীর্ঘশ্বাসে শিয়াল বলে
রাজা যদি ছাড়ে
সময়মতো দেখব তোদের
বলবি তখন মা-রে।
মায়াবতীর থিম
ইলিয়াস পাটোয়ারী
“হাট্টিমাটিমটিম”
মায়াবতীর থিম
পান্তা ভাতে খেতে মজা
ভেজে ঘোড়ার ডিম।
এই নিয়ে সে দুটি ছড়া
একটা মিঠে একটা কড়া
লিখে ফেলে স্বরবৃত্তে
দাগ কাটে যা সবার চিত্তে
পড়ে ছড়া
কোথায় ঘোড়া
খুঁজতে বের হয় দলে দলে
ফন্দি আঁটে তলেতলে
যে পাবে সে একলা একা
কাঙ্ক্ষিত সেই ডিমের দেখা
আনবে কিনে ডিম গুলো সব
খাবে ভেজে গপগপাগপ
কিন্তু কোথাও পায়না খুঁজে
না পেয়ে ডিম গেছে বুঝে
ভেজে খাবে ঘোড়ার ডিম
এটা একটা ভ্রান্ত থিম।
আমি যান্ত্রিক এক রোবট
আনোয়ার আল ফারুক
রোজ সকালে সবাই যখন রয় যে ঘুমের ঘোরে
ঠিক তখনই ব্যাগটা কাঁধে ঘুরি টিচার দোরে,
অঙ্ক প্রাইভেট শেষ হতে যে ইংরেজিটা শুরু
একটুখানি দেরি হলে ফোন দিয়ে দেন গুরু।
..
বাসায় ফিরে নাস্তা সেরে বই তুলে নিই মুঠে
সীমাহীন এক ব্যস্ততাতে যাই বিদ্যালয় ছুটে,
শেষ বিকেলে ফিরে দেখি ফিজিক্স টিচার ঘরে
পড়তে বসো মা বলেন যে ঝাঁঝালো এক স্বরে।
..
ফিজিক্স টিচার থাকতে বসা কেমিস্ট টিচার এসে
এসো খোকা পড়তে এসো বলছেন মুচকি হেসে,
মাথায় আমার ঝিম ধরেছে নামছে সন্ধ্যা চোখে
হাসি খুশির এই সময় কাল কেমনে দিচ্ছে রোখে?
..
এবার আসছেন মা জননী ধরছেন ডায়রি হাতে
ঘুমের জোয়ার নামুক চোখে যায় না কিছু তাতে,
আমার বেলায় ঘরের সবাই দেখছি যে এক জোট
তাদের কাছে হয়ত আমি যান্ত্রিক এক রোবট।#
দিন যায়
নূরুল ইসলাম মনি
শরতের ভোরবেলা
ঘুম থেকে উঠি
দিকে দিকে ছুটি
মন চায় ডালে ডালে
ফুল হয়ে ফুটি।
জানালার পাশে দেখি
শিউলির গাছে
ফুল ফুটে আছে
ঘুরেফিরে বারেবারে
যাই তার কাছে।
কাশফুল প্রিয় বেশি
মন খানা কাড়ে
ঘরে আনি তারে
ঘ্রাণ নাই,তবু তাকে
শুঁকি বারেবারে।
এই ভাবে দিন যায়
হেসে আর খেলে
সব কিছু ফেলে
ফুল আর পাতা দেখি
চোখ দু’টি মেলে।
সেরা এক ফুল
নূরুল ইসলাম নাযীফ
সবুজের লীলাভূমি
আমার এ দেশ,
আহা কী যে মায়াভরা
সব পরিবেশ !
এ দেশের রূপখানি
দেখো মন দিয়ে,
থাকবে না অভিযোগ
কোনো ব্যথা নিয়ে।
গর্বিত হবে মন
প্রিয় দেশ দেখে,
হবে না কখনো শেষ
দেশ গাঁথা লেখে।
বিশ্বের বুকে আর
নেই তার তুল,
রূপে-গুণে প্রিয় দেশ
সেরা এক ফুল।