প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

কবি মোঃ রহমত আলীর কবিতা – আদার ব্যাপারী

দৈনিক জামানা ডেস্ক

আদার ব্যাপারী গাধার সংবাদ শুনে,

 

আনমনা হয়ে জাহাজের খবর নিতে,

 

পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে।

 

কাঙাল দৃষ্টিতে নজর ঘুরিয়ে দেখে,

 

ডুবন্ত জাহাজের মহা লীলা সংহার।

 

এদিকে জল-তরঙ্গে আগুন জ্বলছে,

 

ওদিকে ভাটার টানে দিশেহারা ব্যাপারী।

 

ফেঁসে গেছে “বা” ফেঁসে আছে বৈকি,

 

নির্দয় চোরাবালির লালসার অতলে।

 

 

আদার ব্যাপারী মরীচিকা”র সন্ধানে,

 

মেঠো পথ থেকে পাথরের রাস্তা পেরিয়ে

 

ধরাশায়ী মৌসুমী মেঘের কিনারে।

 

আচমকা জোয়ারে জল উঠে হায়্ !

 

মরা নদীর ঘাট অবধি অবধারিত সীমানায়।

 

কার হলো ক্ষতি আর কে”বা হলো লাভবান,

 

হিসাবের আগেই হয়তো বসন্তকালের অবসান।

 

 

আদার ব্যাপারী রহস্যময় এক উদ্ধার

 

অভিযানের অভিনয়ের অভিযাত্রী মাত্র।

 

আলামত পর্যাপ্ত সত্ত্বেও স্বীকারোক্তিতে

 

কসম ওঠে, জানিনা আমি জাহাজের সন্ধান !

 

ফেরিওয়ালা মুচকি হেসে বলে,

 

জাহাজ তো ডুবেনি আজও, তবে মালামাল

 

উধাও, আর রটে গেছে কানে-কানে,

 

নিখোঁজ জাহাজ সহ আদার ব্যাপারী ।।

প্রিন্ট করুন