প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

মেলোনিকে ধূমপান ত্যাগ করার অনুরোধ এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক

এবার এক মজার ঘটনা ঘটেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে। এই দুই নেতা সম্প্রতি সাক্ষাৎ করেছেন মিশরের ‘গাজা পিস সামিট-২০২৫’ এ। যেখানে এরদোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাকে ধূমপান ত্যাগ করাবো।

এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্রভাবশালী এই দুই নেতাকে হাত মিলিয়ে কথোপকথন করতে দেখা যায়।

প্রথমে দুই নেতা কুশল বিনিময় করেন যা পাশে থাকা এক দোভাষী অনুবাদ করতে থাকেন। এক পর্যায়ে এরদোয়ান বলেন, তোমাকে আগে আমি ধূমপান ত্যাগ করাবো। এরপর বেশ সিরিয়াস ভঙ্গিতে মেলোনিকে বলতে শোনা যায়, আই নো (আমি জানি)। এসময় তাদের পাশে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো।

প্রিন্ট করুন