কবি রোমেল খান এর কবিতা – জীবন বাঁচাই

ইটের সাথে সখ্য গড়ে শক্ত হলো পেশি
প্রতিদিনের কাজের মাঠে সূর্য হলো খেশি।
সূর্য খেশির সমাদরে ঝরে গায়ের ঘাম!
দোস্ত ইটের ভালোবাসায় থেঁতলিয়ে যায় চাম!
মুক্ত হাওয়া বন্ধু পরম খোলাকাশের তলে
চোখে, মুখে, ধূলি দিয়ে শনশনিয়ে চলে।
ধূলিকণা? বন্ধু সে-ও গায় জড়িয়ে থাকে
নিশ্বাসে সে প্রবেশ করে বাসা বাঁধে নাকে।
আকাশওড়া একটি পাখি আমায় এসে ডাকে-
বন্ধু এদের সঙ্গ ছাড়ো থাকবে না চুল টাকে!
সঙ্গ ধরো বই কলমের বিদ্যালয়ে পড়ো
ইট, বালিতে না থেকে ভাই জীবনটাকে গড়ো।
জীবন গড়া পরের কথা বাঁচার কথাই ভাবি
আমার কাছে জীবন বাঁচায় জীবন গড়ার চাবি।
অন্ন জোগায় সঙ্গ যাঁদের। খেয়ে পরে বাঁচি-
পেটের ক্ষুধা নিবারণে জান বাঁচিয়ে আছি।
ক্যামনে তাঁদের সঙ্গ ছাড়ি? এই কথা বোলো না!
জীবন গড়ার দোহায় আমায় আর যেন টলো না।