কবি আশরাফ আলী চারু’র কবিতা – হেমন্তের ডাক

শালিক ধান
কুয়াশার চাদর আলখাল্লারূপ
সরিষার ফুল একটি মুখ
আমার ভেতরের মন আবার করেছে ব্যাকুল
ব্যাকুলতায় আবার হেমন্ত দেখছি আজ।
হেমন্ত ছিল তখন, তাই বসন্ত ছোঁয়নি মন
সে কি আমার দোষ! পতিত পাতা মর্মর ধ্বনি
মাটি আর বাতাসে নানা কোলাহল
এভাবেই কেটে গেছে দিনের পর দিন
সেটাই ভালো ছিল- ভাসেনি মুখ ভাবনা ছিল শুধু।
এখন ঘুমঘর, ভাতঘর এক হয়ে
মাছের চোখ কার্পাসে ঢেকেও অস্থির হার্টবিট
কৈশোরের স্মৃতিমাখা অনন্ত বিরসতা
ব্যস্ত রাখতে চায় সেই হারিয়ে যাওয়া মুখ।
তবে কী হেমন্ত শালিক ধান
সরিষার ফুল ধ্যানমগ্ন করলো আবার
যদি হয় তাই তবে সেই হেমন্ত ফিরে চাই
যেই হেমন্তে পুড়েছিল উনুন।