বৃষ্টি উপেক্ষা করে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন
![{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false} বৃষ্টি উপেক্ষা করে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন](https://dailyjamana.com/wp-content/uploads/2025/10/Picsart_25-10-11_12-09-29-626.jpg)
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই সাহিত্যিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয়েছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। ভর্তি হওয়ার পর তার হার্টে দুটি রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
সৈয়দ মনজুরুল ইসলাম বাংলাদেশের অন্যতম খ্যাতিমান সাহিত্যিক, সমালোচক ও গবেষক। তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন ও শামসুর রহমানের সাহিত্য নিয়ে গভীর সমালোচনামূলক কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তার ছোটগল্প সংকলন ‘প্রেম ও প্রার্থনার গল্প’(২০০৫) প্রথম আলোর বর্ষসেরা বই হিসেবে নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে তিনি ‘পেন বাংলাদেশ’-এর সভাপতি নির্বাচিত হন।
সৈয়দ মনজুরুল ইসলাম সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম ও রাবেয়া খাতুনের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে প্রবেশিকা এবং সিলেট এমসি কলেজ থেকে ১৯৬৮ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তীতে ১৯৭১ ও ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।