শেখ হামীমের জন্মদিন l আশরাফ আলী চারু

শেখ হামীম –
আজ তোমার জন্মদিন
দীপ্ত রঙ ছুঁয়ে এসেছিলে তুমি
গতবার এই দিনে
পৃথিবী প্রথম শুনেছিল তোমার কান্নার সুর।
নতুন সুরে আজ গাইছে পাখিরা
নবজীবনের গান ফুলের মত হোক জীবন
শুভ হোক তোমার।
সময় যায়
দিন আসে দিন যায়
আজকের দিনটি থাক আলাদা
এক টুকরো উৎসবের আলোয়
দীর্ঘ নেক হায়াতের দোয়া করি তোমায়
তোমার জীবন হোক সুবাসিত ফুল
তোমার পথ হোক সোনালি সুন্দর সমৃদ্ধিময়।