| ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম:

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী কটকাসহ বিভিন্ন এলাকার অভয়ারণ্য ও খাল দখলকারীর মূল হোতা কুখ্যাত লিটন মাতুব্বর অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষদের হাতে ৪ জেলেসহ আটক হয়েছে । ১১ অক্টোবর সকালে নিষিদ্ধ অভয়ারণ্যের খাল থেকে মাছ ধরার সময় তাকে আটক করা হয়।

 

এসময় বনরক্ষীরা নৌকা তল্লাশি চালিয়ে জব্দ করেছে লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন জাতের মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে  মামলা করা হয়েছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানতে পারে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মূল হোতা লিটন মাতুব্বরসহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা  শনিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকায় অভিযান চালায়।

 

এই সময় বন রক্ষীরা অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের গলদা ও বিভিন্ন প্রজাতির  সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।

 

আটক জেলেরা  হলো শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা লিটন  মাতুব্বর (৫০), সোনাতলা গ্রামের তাইজুল হাওলাদার (২০), আব্দুল খালেক মৃধা (৬০), ও হামিদ হাওলাদার (৫০)।

 

তবে একটি সূত্র জানিয়েছে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ জেলেরা তাদের কাছে রাখা বিষের বোতল পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের  বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলেও মৎস্য ব্যবসায়ী জানায় লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে সুন্দরবনের ‌কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ  দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী  ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।

 

সুন্দরবন পূর্ব  বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় সময় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

 

 

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

 

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

 

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

 

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

 

 

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

 

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,

 

 

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

 

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

” হাত ধোয়ার নায়ক হোন ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী দেখানো হয়।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়া এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী গন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ব্রিজ স্কুল কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা 

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বরসহ ৪ জেলে বন বিভাগের হাতে আটক

কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পে শরণখোলা ব্রিজ স্কুলে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক এবং লিনা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার ও সাবিনা আক্তার শিক্ষিকা শরণখোলা ব্রীজ স্কুল সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি জাকারিয়া হোসাইন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সম্মুখে দিক নির্দেশনামূলক আলোচনা করে সভা শেষ করেন।

×