স্বপ্নের ঠিকানা প্রকল্পের আওতায় শরণখোলা ব্রীজ স্কুলে কোডেকের জন্ম বার্ষিকী পালিত হয়েছে

১২ই অক্টোবর রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শরণখোলা ব্রীজ স্কুলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব আলম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফ্রেন্ডশিপ। উপস্থিত ছিলেন জনাব শাহী আলম, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার কোডেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ চন্দ্র রায়, এরিয়া কোঅর্ডিনেটর কোডেক। জনাবা মোসাঃ কাজল রেখা, প্রধান শিক্ষিকা, সোনাতলা ব্রীজ স্কুল। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা বাগেরহাট। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব নুরুজ্জামান বাচ্চু, সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রীজ স্কুল শরণখোলা বাগেরহাট।
জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে নাচ-গান, কেক কাটা, মিষ্টি বিতরণসহ উপস্থিতিদের মাঝে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।