নওগাঁয় র্যালী,মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

নওগাঁয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
তিনি বলেন, “মানুষ সৃষ্ট দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্ভব হয় সমন্বিত উদ্যোগের মাধ্যমে। ফায়ার সার্ভিস শুধু আগুন নির্বাপনেই সীমাবদ্ধ নয়; বরং তারা সকল ধরনের দুর্যোগে প্রতিরক্ষা ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
জেলা প্রশাসক আরও বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মার্কেটগুলোতে কীভাবে নিরাপত্তা ও সচেতনতা কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগ নেওয়া প্রয়োজন।” তিনি পরামর্শ দেন, “বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আলাদা প্রশিক্ষণ বা মহড়া আয়োজন করা যেতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন, জেলা দুর্যোগ কর্মকর্তা মোঃ আশিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন এবং সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
একটি সু-সজ্জিত র্যালী শেষে আলোচনা সভায় প্রারম্ভে মাঠ পর্যায়ে দূর্যোগ মোকাবিলা র্সক্রান্ত মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।