| ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম:

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

“সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করতে হলে পুনর্বাসনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে” এই লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বাস্তবায়িত হলো ব্যতিক্রমধর্মী একটি পুনর্বাসন কার্যক্রম।

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পাঁচজন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় দোকান ও অটোরিকশা প্রদান করা হয়। জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুনর্বাসন উপকরণসমূহ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।

 

জেলা প্রশাসক মুফিদুল আলম তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য শুধু ভিক্ষাবৃত্তি বন্ধ করা নয়, বরং এসব মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনে সম্মানজনক জীবনের সুযোগ করে দেওয়া। এই ধরণের কর্মসূচি তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

পুনর্বাসনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কেউ দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও অবকাঠামো সহ দোকানঘর পেয়েছেন, আবার কেউ পেয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা, যা দিয়ে তারা নিজে চালিয়ে আয় করতে পারবেন।

 

এই কার্যক্রমে সুবিধাভোগীরা আবেগ আপ্লুত হয়ে জানান, আগে তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পাততেন, যা ছিল অপমানজনক ও কষ্টদায়ক। এখন তারা নিজের আয় দিয়ে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবেন এই আত্মবিশ্বাসে ভরপুর তারা।

 

এটি শুধু একটি পুনর্বাসন কার্যক্রম নয়, এটি সমাজের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো।

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

 

 

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

 

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

 

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

 

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

 

 

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

 

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,

 

 

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

 

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

” হাত ধোয়ার নায়ক হোন ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী দেখানো হয়।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়া এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী গন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ব্রিজ স্কুল কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা 

ময়মনসিংহ সদরে পাঁচজন ভিক্ষুক পুনর্বাসিত : দোকান ও অটোরিকশা প্রদান

কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পে শরণখোলা ব্রিজ স্কুলে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক এবং লিনা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার ও সাবিনা আক্তার শিক্ষিকা শরণখোলা ব্রীজ স্কুল সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি জাকারিয়া হোসাইন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সম্মুখে দিক নির্দেশনামূলক আলোচনা করে সভা শেষ করেন।

×