| ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম:

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং যুব সমাজের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে আজ সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রকল্প সূচনা ও সুরক্ষার উপর অভিযোজন বিষয়ক বিশেষ অনুষ্ঠান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট-এর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থানমুখী দক্ষতা গঠনে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অফ গভর্নরস-এর সম্মানিত চেয়ারপারসন ড. উবায়দুর রব। তিনি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে যুগোপযোগী কারিগরি জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ প্রকল্প নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন, যা দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনমুখী শক্তিতে পরিণত করবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বোর্ডের সম্মানিত সদস্য ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস সামিয়া চৌধুরী। ড. মজিদ বলেন, দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে হলে শুধু প্রথাগত শিক্ষা নয়, হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। ইউসেপ সেই লক্ষ্যেই কাজ করছে।

 

মিসেস সামিয়া চৌধুরী এমটিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রকল্পে অংশগ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে। এই প্রকল্প তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত তরুণদের জন্য কাজ করছে। এই প্রকল্পটি ময়মনসিংহ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইঞ্জি. মোহাম্মদ আব্দুল মান্নান, পরিচালক, প্রোগ্রাম ও উদ্ভাবন, এ.এম.এম. মোহাসিন, পরিচালক, জনবল ও প্রশাসন, আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান পরিচালক, পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্ট, মোহাম্মদ নাজমুল হক মোল্লা ব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, মিসেস নাদিয়া খাতুন বিশেষজ্ঞ, সামাজিক অন্তর্ভুক্তি, মিসেস নাজমুন নাহার পরিচালক, অর্থ ও সম্মতি, মোঃ কেপায়েত উল্লাহ, বিসিএস (টেকনিক্যাল এডুকেশন), বিএসসি ইন টেক (সিভিল), অধ্যক্ষ, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট ময়মনসিংহ ও হুমায়ুন কবির, আঞ্চলিক ব্যবস্থাপক, গাজীপুর।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী প্রতিনিধি, স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অভিভাবক, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের তরুণদের জন্য উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে একজন নারী ও একজন পুরুষ প্রশিক্ষণার্থী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, এই প্রশিক্ষণ তাঁদের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং একটি সম্ভাবনার সূচনা, যা আগামী দিনে কর্মমুখী শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

 

 

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

 

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

 

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

 

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

 

 

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

 

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,

 

 

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

 

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

” হাত ধোয়ার নায়ক হোন ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী দেখানো হয়।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়া এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী গন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ব্রিজ স্কুল কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা 

ময়মনসিংহে এমটিবি-ইউসেপ দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প সূচনা ও সুরক্ষা অভিযোজন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পে শরণখোলা ব্রিজ স্কুলে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক এবং লিনা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার ও সাবিনা আক্তার শিক্ষিকা শরণখোলা ব্রীজ স্কুল সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি জাকারিয়া হোসাইন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সম্মুখে দিক নির্দেশনামূলক আলোচনা করে সভা শেষ করেন।

×