মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ‘মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সূচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীর সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন।’
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শেরপুর পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের শেখহাটি এলাকায় বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে, যার মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান বিশ্বাস করেন— সমাজে প্রতিনিধিত্ব করা নারীরাই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি।’
নারী সমাবেশে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বিপ্লবের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা তাতীদলের সদস্য সচিব রুমানুর রহমান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, জেলা ছাত্রদল নেতা রাব্বি আল হাসান বাবু প্রমুখ।
বিএনপি নেতা আবু রায়হান রুপন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, জনগণকে বিভক্ত করেছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে— ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ১৮ কোটি দেশপ্রেমিক বাংলাদেশীই আমাদের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে।
বিএনপি নেতা কামরুল হাসান বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় শুধু বিএনপির নয়—এটি হবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের বিজয়। ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, কৃষক পুনর্বাসন, নারীর সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে। বিএনপি সরকার গঠন করলে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়ন হবে অগ্রাধিকার।’
শেরপুরে নারী সমাবেশ নির্বাচনের আগেই ‘ধানের শীষ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার’ এই প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।