নালিতাবাড়ীর ১৮ স্বপ্নসারথী কিশোরী পেলেন সনদপত্র, ফুল ও মগ

পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অফিসার সেলপ মনোতোষ কুমার পাল, কমিউনিটি অগার্নাইজার শারমিন আক্তার।
অনুষ্ঠানে কিশোরীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে মাহমুদা মাহজুবা সারামনি ও মিথিলা রায় প্রিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার ১০ টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের হাতে সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৮ বছর পার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন তোমাদের দায়িত্ব অন্যদের বাল্যবিয়ে বন্ধ করা। তিনি স্বপ্নসারথিদের স্বপ্ন বাস্তবায়ন ও ক্যারিয়ার গঠন সম্পর্কে দিক নিদের্শনা মূলক বার্তা দেন। তিনি আরো বলেন আদের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের সব ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যেমে এগিয়ে যেতে হবে।