| ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম:

মুকুলের মজলিস

মুকুলের মজলিস

শিয়াল পেল সাজা

কবির কাঞ্চন

 

মুরগি চুরির অপরাধে

শিয়াল পেল সাজা

ঘণ্টা বেঁধে ঘুরতে হবে

বলল সিংহ রাজা।

 

এই খবরে বনের ভেতর

চলছে কানাঘুষা

সুযোগ পেয়ে যে সে তারে

দিচ্ছে জোরে ঠুসা।

 

কুক্কুরুক্কু ডেকে ওঠে

মুরগি করে শোকর

বাগে পেয়ে শিয়ালকে সে

জোরসে মারে ঠোকর।

 

দীর্ঘশ্বাসে শিয়াল বলে

রাজা যদি ছাড়ে

সময়মতো দেখব তোদের

বলবি তখন মা-রে।

 

মায়াবতীর থিম

ইলিয়াস পাটোয়ারী

 

“হাট্টিমাটিমটিম”

মায়াবতীর থিম

পান্তা ভাতে খেতে মজা

ভেজে ঘোড়ার ডিম।

 

এই নিয়ে সে দুটি ছড়া

একটা মিঠে একটা কড়া

 

লিখে ফেলে স্বরবৃত্তে

দাগ কাটে যা সবার চিত্তে

 

পড়ে ছড়া

কোথায় ঘোড়া

 

খুঁজতে বের হয় দলে দলে

ফন্দি আঁটে তলেতলে

 

যে পাবে সে একলা একা

কাঙ্ক্ষিত সেই ডিমের দেখা

 

আনবে কিনে ডিম গুলো সব

খাবে ভেজে গপগপাগপ

 

কিন্তু কোথাও পায়না খুঁজে

না পেয়ে ডিম গেছে বুঝে

 

ভেজে খাবে ঘোড়ার ডিম

এটা একটা ভ্রান্ত থিম।

 

আমি যান্ত্রিক এক রোবট

আনোয়ার আল ফারুক

 

রোজ সকালে সবাই যখন রয় যে ঘুমের ঘোরে

ঠিক তখনই ব্যাগটা কাঁধে ঘুরি টিচার দোরে,

অঙ্ক প্রাইভেট শেষ হতে যে ইংরেজিটা শুরু

একটুখানি দেরি হলে ফোন দিয়ে দেন গুরু।

..

বাসায় ফিরে নাস্তা সেরে বই তুলে নিই মুঠে

সীমাহীন এক ব্যস্ততাতে যাই বিদ্যালয় ছুটে,

শেষ বিকেলে ফিরে দেখি ফিজিক্স টিচার ঘরে

পড়তে বসো মা বলেন যে ঝাঁঝালো এক স্বরে।

..

 

ফিজিক্স টিচার থাকতে বসা কেমিস্ট টিচার এসে

এসো খোকা পড়তে এসো বলছেন মুচকি হেসে,

মাথায় আমার ঝিম ধরেছে নামছে সন্ধ্যা চোখে

হাসি খুশির এই সময় কাল কেমনে দিচ্ছে রোখে?

..

এবার আসছেন মা জননী ধরছেন ডায়রি হাতে

ঘুমের জোয়ার নামুক চোখে যায় না কিছু তাতে,

আমার বেলায় ঘরের সবাই দেখছি যে এক জোট

তাদের কাছে হয়ত আমি যান্ত্রিক এক রোবট।#

 

দিন যায়

নূরুল ইসলাম মনি

 

শরতের ভোরবেলা

ঘুম থেকে উঠি

দিকে দিকে ছুটি

মন চায় ডালে ডালে

ফুল হয়ে ফুটি।

 

জানালার পাশে দেখি

শিউলির গাছে

ফুল ফুটে আছে

ঘুরেফিরে বারেবারে

যাই তার কাছে।

 

কাশফুল প্রিয় বেশি

মন খানা কাড়ে

ঘরে আনি তারে

ঘ্রাণ নাই,তবু তাকে

শুঁকি বারেবারে।

 

এই ভাবে দিন যায়

হেসে আর খেলে

সব কিছু ফেলে

ফুল আর পাতা দেখি

চোখ দু’টি মেলে।

 

সেরা এক ফুল

নূরুল ইসলাম নাযীফ

 

সবুজের লীলাভূমি

আমার এ দেশ,

আহা কী যে মায়াভরা

সব পরিবেশ !

 

এ দেশের রূপখানি

দেখো মন দিয়ে,

থাকবে না অভিযোগ

কোনো ব্যথা নিয়ে।

 

গর্বিত হবে মন

প্রিয় দেশ দেখে,

হবে না কখনো শেষ

দেশ গাঁথা লেখে।

 

বিশ্বের বুকে আর

নেই তার তুল,

রূপে-গুণে প্রিয় দেশ

সেরা এক ফুল।

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারী আটক, বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ

মুকুলের মজলিস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

 

 

১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

 

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

 

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

 

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

 

 

অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

 

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,

 

 

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

 

সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মুকুলের মজলিস

” হাত ধোয়ার নায়ক হোন ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী দেখানো হয়।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জামাল হোসেন এর সভাপতিত্বে ও প্রকৌশলী মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। এছাড়া এসময় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী গন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ব্রিজ স্কুল কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা 

মুকুলের মজলিস

কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পে শরণখোলা ব্রিজ স্কুলে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা, বাগেরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক এবং লিনা আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার ও সাবিনা আক্তার শিক্ষিকা শরণখোলা ব্রীজ স্কুল সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি জাকারিয়া হোসাইন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সম্মুখে দিক নির্দেশনামূলক আলোচনা করে সভা শেষ করেন।

×